রংপুর সিটি মেয়রপ্রার্থী মোস্তফা: রওশন এরশাদ

0
94

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বর্তমান মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাকে জাতীয় পা‌র্টির মেয়রপ্রার্থী ঘোষণা ক‌রে‌ছেন দল‌টির প্রধান পৃষ্ঠ‌পোষক ও সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ।

সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা ক‌রেন ব‌লে বি‌রোধী নেতার প‌ক্ষে পাঠা‌নো এক প্রেস বিজ্ঞ‌প্তি‌তে জানানো হ‌য়ে‌ছে। 

এসময় রওশন এরশাদ বলেন, আমি রংপুরের পুত্রবধূ, তাই রংপুরের মানুষের অনুভূতি আমি বুঝতে পারি। আমি রংপুরের মানুষের কাছে কৃতজ্ঞ যে, তারা দলের কঠিন সময় পল্লীবন্ধু ও জাতীয় পার্টির পাশে এসে দাঁড়িয়েছেন। আপনা‌দের অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে আসন্ন রংপুর সিটি নির্বাচনে মেয়র হিসেবে মোস্তাফিজার রহমান মোস্তফাকে লাঙল প্রতীকে প্রার্থী হিসেবে ‌ঘোষণা কর‌ছি। 

তি‌নি লাঙলের প্রার্থী মোস্তফাকে আবারও বিজয়ী করার জন‌্য ঐক‌্যবদ্ধভা‌বে কাজ করার আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here